এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় ১৬-১৮ সেপ্টেম্বর তিনদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে 'ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্বাগতিক দেশ স্পেনসহ ইউরোপের পাঁচটি দেশের ক্রিকেট দল অংশগ্রহণ করছে।
গতকাল (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ টুর্নামেন্টকে উপলক্ষ করে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আফাজ জনির সভাপতিত্বে এবং আয়োজক সংগঠন বাংলাদেশ কিংসের ময়েজ উদ্দিন ও বেঙ্গলি ক্রিকেটের আশেক এ আরমান নাদিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বার্সেলোনায় বাংলাদেশি ক্রিকেট দলগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টকে সফল করতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহেদুল সুহেদ, ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের পরিচালক ছালিম হোসেন, তুহিন মোতালেব, শাকিল মিয়া, মো. শফিকুল ইসলাম, ওমর আলী, রাজু গাজী, ইবনুল কবির, মিরন নাজমুল, মো. ছালাহ উদ্দিন, মোহাম্মদ মুবিন খান প্রমূখ। আয়োজকরা জানান, ইউরোপের সবগুলো দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বার্সেলোনার বাংলাদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টের উপ কমিটিগুলোর সদস্যদের নিজ নিজ দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। সফল একটি টুর্নামেন্ট হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।