Latest News

বার্সেলোনায় প্রবাসীদের ফুটবল লীগ শুরু

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে 'সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর স্থানীয় মাঠ 'পিস্তা মাকিনিস্তা'য় টুর্নামেন্টের প্রথম দিন ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বেধনী খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদুল সুহেদ, বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি ও  রেফারি পর্ষদের সদস্য শিপলু আহমেদ নিয়াজি, কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ সুলতান,  অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সিনিযর সহ সভাপতি আনেয়ার খান জাকির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, কোষাধ্যক্ষ ছালেহ আলী, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক সজীব কেপারি প্রমূখ। 
প্রথম দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাকিব রাইডার্স বনাম ভাই ব্রাদার্স (বিজয়ী ভাই ব্রাদার্স), কর্নফুলি ফুটবল ক্লাব বনাম সেভেন স্টার্স বার্সেলোনা (বিজয়ী সেভেন স্টার্স বার্সেলোনা), পিমপাম বয়েজ বনাম ব্রাদারহুড বার্সেলোনা (বিজয়ী ব্রাদারহুড বার্সেলোনা) এবং রাজ্জাক একাডেমি বনাম ঢাকা উত্তর (বিজয়ী ঢাকা উত্তর)।
উল্লেখ্য, সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৩ 
অক্টোবর টুর্নামেন্টের সমাপনি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com