Latest News

মাদ্রিদে শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতিকে সংবর্ধনা প্রদান

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ : মাদ্রিদ শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি সায়েক মিয়া'র আয়ারল্যান্ড গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার(১০ ফেব্রুয়ারী) বিকেলে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বিরানী হাউজ রেস্টুরেন্টে শাহজালাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রিদের খেলোয়াড়বৃন্দদের উপস্থিতিতে এ বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সোহাগ আহমেদেরর সভাপতিত্বে  ও রেজওয়ান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হোসেন। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল বাছিত, কামিল আহমদ সুবেল, রুয়েল আহমেদ, সামিম আহমেদ, জাহিদুল ইসলাম, অলীউর রহমান অলী, আজিজুল ইসলাম, আবিদুর রহমান জসিম, জুনেদ আহমেদ প্রমুখ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউছার আহমেদ, জনী আহমেদ, সুহেব আহমেদ, ফরহাদ আহমেদ, সাইফুর রহমান, আয়েছ আহমদ, বাকের আহমদ, অলী আহমদ, জাকির হোসেন, নোমান আহমেদ, সোহাগ আহমেদ, রাসেল আহমেদ, জুয়েল আহমেদ, দিলাল আহমেদ প্রমূখ।
সভায় সায়েক আহমদ তার বক্তব্যে শাহজালাল স্পোর্টিং ক্লাব তার প্রানের সংগঠন উল্লেখ করে আরো বলেন, ২০০৮ সালে মাদ্রিদের তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে এ ক্লাবটি গঠন করা হয়। তিনি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 
সভায় বক্তারা সায়েক আহমেদকে ক্রীড়াপ্রেমী ও সফল সংগঠক উল্লেখ করে তার আয়ারল্যান্ডের প্রবাসী জীবন যাতে সুন্দর ও সাফল্য হয়- সে প্রত্যাশা ব্যাক্ত করেন।
সভা শেষে শাহজালাল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েক আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com