Latest News

রাজনীতি
জাতীয়

আন্তর্জাতিক

বিনোদন

খেলাধুলা

বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বশেষ

স্পেনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

এসবিএন ডেস্কঃ  স্পেনের বার্সেলোনায় আসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিক্স এ সাইড মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪। গত ৩০ আগষ্ট, শুক্রবার বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সিনিয়র সহ সভাপতি আনোয়ার খান জাকিরের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ড্র অনুষ্ঠানে অতিথি ছিলেন বার্সেলোনায় প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কয়ছর, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা ওয়াজিকুর রহমান মুজিব, স্পেন বাংলা প্রেসক্লাবের সহ কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ ক্রীড়া সম্পাদক সজিব বেপারি প্রমূখ। এছাড়াও ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৪টি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

অতিথিরা বলেন, বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মকে খেলাধূলায় আরো উৎসাহ প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এমন আয়োজন প্রশংসনীয়। সফলভাবে এ টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে সবাই আশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে আনোয়ার খান জাকির বলেন, সকলের সহযোগিতায় প্রতি বছরই বাংলাদেশ অ্যাসোসিয়েশন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম খেলার নিয়মকানুন সবাইকে অবগত করেন। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী কয়েকটি দলের প্রতিনিধিরা তাদের বক্তব্য দেন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপি নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফি ও প্রাইজমানির ব্যবস্থা রয়েছে বলে টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন।



স্পেনে মিষ্টির দোকানগুলোতে ভিড়, চলছে মিষ্টি বিতরণ

এসবিএন ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন - এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই স্পেনে মিষ্টির দোকানগুলোতে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা মিষ্টি কিনছেন,  রাস্তায় হেঁটে হেঁটে আশেপাশের লোকজনদের মধ্যে বিতরণ করছেন। মিষ্টির সঙ্কট হতে পারে ভেবে অনেকেই  দোকানগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রাখছেন বলে জানালেন দোকানীরা।  সরেজমিনে দেখা গেছে, অনেক দোকানেই ১ ঘন্টার মধ্যেই মিষ্টি শেষ হয়ে গেছে।
মিষ্টি খাচ্ছেন, খাওয়াচ্ছেন- এমন ছবি ফেসবুকে দিচ্ছেন অনেকেই।
শেখ হাসিনার পদত্যাগে বিজয় আনন্দ উৎসবের আয়োজন করার জন্য স্পেনে স্থানীয় সময় সন্ধ্যার পর নানা আয়োজন হবে বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী  ছাত্র-ছাত্রী, বিএনপি, জামায়াত সমর্থকরা বিভিন্ন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বার্সেলোনায় ১৩ জুলাই বাংলার মেলা, সাংবাদিকদের সাথে আয়োজকদের মতবিনিময়

এসবিএন ডেস্ক: আগামী ১৩ই জুলাই, শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বাংলার মেলা। বার্সেলোনার  মাকবা চত্বরে স্থানীয় সময় বিকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে বাঙালিয়ানা নানা আয়োজন। মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে আগত সঙ্গীত শিল্পীরা। স্থানীয় শিল্পীদেরও থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।
মঙ্গলবার (৯ জুলাই) বাংলার মেলাকে উপলক্ষ করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার নেতৃবৃন্দ এমনটি জানিয়েছেন।
মেলা আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিক খানের পরিচালনায় এ মতবিনিময় সভায় জানানো হয়, মেলায় বার্সেলোনা ও আশেপাশের শহরগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা যোগ দেবেন। 
অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক জানান, মেলায় প্রধান অতিথি থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এছাড়াও বার্সেলোনা সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।  
সাধারণ সম্পাদক শফিক খান জানান, প্রতিবছরের মতো এবারের মেলায়ও থাকবে বাঙালি খাবারের বেশ কয়েকটি স্টল। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে পৃথক জোন। মেলা সফল করতে স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বলেন, বার্সেলোনার এ বাংলার মেলা স্পেন প্রবাসীদের অন্যতম বৃহৎ মিলন মেলা। এ মেলার সংবাদ পরিবেশনসহ প্রয়োজনীয় সহযোগিতা স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, কার্যনির্বাহি সদস্য সাহাদুল সুহেদ, মিরন নাজমুল, তুতিউর রহমান, সহযোগী সদস্য জাফার হোসাইন প্রমূখ।
এছাড়াও মেলা আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক খান,  যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, আরিফ খান রুবেল, মোক্তার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন হারুন, সহ-সাংগঠনিক সোহেল ভূইয়া প্রমূখ।
মুক্তমত

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com