Latest News

রাজনীতি
জাতীয়

আন্তর্জাতিক

বিনোদন

খেলাধুলা

বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বশেষ

পর্তুগালে 'লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড' ১২ ফেব্রুয়ারি

পর্তুগাল প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনে  'ডম পেদরো হোটেল' এর বলরুমে অনুষ্টিত হবে 'লাল হাভেলি বাংলা কাগজ' কমিউনিটি এওয়ার্ড।  বর্ণাঢ্য এই অনুষ্টানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পি তোশিবা ও স্থানীয় শিল্পিদের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের খ্যাতিমান শিল্পিরা অংশ নেবেন।
গত ১৯ জানুয়ারী পর্তুগালের রাজধানী লিসবনে 'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪' আয়োজন প্রসঙ্গ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।
স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীসহ লিসবনের বাঙালী কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে বাঙালী অধ্যুষিত মাত্রিমনিজের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ। বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেইন ও পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এওয়ার্ড অনুষ্টানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন এই আয়োজনের মূল স্পন্সর লাল হভেলী বানকুয়েটিং হল ও রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী বিবিসির সেলিব্রেটি শেফ আবুল হোসেইন ও বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেইন কাজী।
 এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তরে জানানো হয়, ঝাঁকঝমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মী আর কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক বৃটিশ বাঙালী।
ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে লিসবনের একটি অভিজাত পাঁচ তারকা হোটেল যেখানে এই প্রথম কোনো বাংলাদেশী অনুষ্ঠান অনুষ্টিত হচ্ছে। ইতিমধ্যে আয়োজনের অনেক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের এই আয়োজনে প্রবেশাধিকার থাকবে।পুরো অনুষ্টান সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্যের স্বনামধন্য বাংলা ভাষী দুই টিভি চ্যানেল আই অন টিভি ইউকে ও বিঅন টিভি ইউকে। 
সংবাদ সম্মেলন থেকে এই আয়োজনে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে পর্তুগালের বাঙালীদের মধ্যে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড পাবার মতো যোগ্য কাউকে মনে করলে অবশ্যই বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেন (০০৩৫১ ৯২০ ০১০ ৬৫৫) পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের (০০৩৫১ ৯২০ ৫৭০ ১১৮) সাথে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, স্পেন, ফ্রান্স, মরক্কো ও ইতালিতে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের সফল আয়োজনের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড  অনুষ্ঠিত হবে ইতিহাস, ঐতিহ্যের নিদর্শনে ভরা পর্তুগালের রাজধানী লিসবনে। পর্তুগালে বাংলাদেশিদের ইতিহাসে এই প্রথম কোনো অনুষ্টানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এতো অধিক সংখ্যক অতিথিরা যোগ দেবেন। 
পর্তুগালে 'লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪' নিয়ে স্থানীয় প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে কাতালোনিয়া বিএনপি'র লিফলেট বিতরণ

এসবিএন ডেস্ক: বাংলাদেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে এ নির্বাচনকে বয়কটের জন্য দেশের স্বজনদের অবগত করার অনুরুধ জানিয়ে বার্সেলোনায় লিফলেট বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি, সোমবার সন্ধ্যায়  কাতালোনিয়া বিএনপি'র নেতৃবৃন্দ স্থানীয় প্রবাসীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
কাতালোনিয়া বিএনপি'র সভাপতি শফিউল আলম সফির নেতৃত্বে স্থানীয় বাংলাদেশি মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারি প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় কাতালোনিয়া বিএনপি নেতৃবন্দ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার হরণ করা হবে বলে অভিযোগ করে প্রবাস থেকেও প্রতিবাদ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের স্বজনদের একদলীয় ডামি নির্বাচন বয়কট করার জন্য কথা বলার অনুরোধ করেন।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি'র উপদেষ্টা মাসুক আহমেদ, কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রাহমান, প্রচার সম্পাদক লায়েবুর রাহমান, কাতালোনিয়া যুবদল নেতা ইফতাকার হোসেন কাসেম, যুবদল নেতা ফায়ছাল আহমেদ, আব্দুল করিম শহিদ, জুয়েল আহমেদ, মুন্না আহমেদ প্রমূখ।

স্পেনের টেনেরিফে নতুন মসজিদ উদ্বোধন

তারেক সিদ্দিকী, টেনেরিফ থেকে:  স্পেনের কানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে নতুন একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে বাংলাদেশি অধ‍্যুষিত এলাকা লসক্রিসটিয়ানতে 'বায়তুল আমান জামে মসজিদ'
 নামে এই মসজিদটি যাত্রা শুরু করে।
প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন এবং আল্লাহর ঘর নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উদ্বোধনী দিনে জুম্মার খুতবা  শেষে বাংলাদেশি কমিউনিটিসহ সকল ধর্মপ্রাণ মুসল্লিকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান হেলাল।
তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় এ  নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়েছে। সুন্দর, জবাবদিহিমূলক সমাজিক ঐক্য গঠনের লক্ষ্যে  নির্মিত এই মসজিদের জন‍্য সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
উদ্বোধনী দিনে স্থানীয় সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল মসজিদ পরিদর্শন করেন এবং মুসলিম কমিউনিটির প্রশংসা করে মসজিদটির উন্নয়নে  সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী দিনে জুমআ'র নামাজ শেষে বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাগত মুসল্লিদের মাঝে  মিষ্টি বিতরণ করা হয়।
টেনেরিফে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এমন একটি সুন্দর ও বিশাল  মসজিদ পেয়ে উৎফুল্ল স্থানীয় বাংলাদেশিরা।
এ বায়তুল আমান মসজিদে  মহিলাদের নামাজেরও  সুব‍্যবস্থা এবং বাচ্চাদের ইসলামি শিক্ষার জন্য মক্তব চালু করা হয়েছে বলে  জানিয়েছেন মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যরা।
মুক্তমত

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com