Latest News

রাজনীতি
জাতীয়

আন্তর্জাতিক

বিনোদন

খেলাধুলা

বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বশেষ

মাদ্রিদে 'বন্ধু মহল' এর দশ বছর পূর্তিতে নৈশভোজ

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ: স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণ বাড়িয়া জেলার কয়েকজন বন্ধু্র গড়া সংগঠন 'বন্ধু মহল' এর দশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গত ২ অক্টোবর, সোমবার লাভাপিয়েস সংলগ্ন  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর  হলরুমে নৈশভোজ এর আয়োজন করা হয়। এ আয়োজনে স্থানীয় ব্রাহ্মণ বাড়িয়ার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
'বন্ধুমহল' এর দশ বছর পূর্তির  নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুমহল'র অন্যতম সদস্য আব্দুল মজিদ সুজন, মহি উদ্দিন মহি, রুবেল সরকার, জাহাঙ্গীর হোসেন, নাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, আবুল কালাম সরকারসহ আরো অনেকে। 
ব্রাম্মণ বাড়িয়ার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, কাজী আলমগীর, বাতেন সরকার, আলামিন সরকার, আব্দুল হক সরকার, মনির কাজী, মাঈনুদ্দিন, কবির মিয়া, জালাল সরকার, জনি আহমেদ, মশিউর আহমেদ, বায়োজিদ আহমেদ, সুমন মুন্সি, হামজা, পলাশ, মুসা প্রমূখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ফরিদপুর কল্যাণ সমিতির আহ্বায়ক হেমায়েত খান,  ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জানে আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের কোষাধ্যক্ষ শাওন আহমদ, সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী,  কাজী জসিম, ইয়াছিন শিকদার, আলামিন, শিশু মিয়া, সাজ্জাদ মিয়া, ছমির উদ্দিনসহ আরো অনেকে।

প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান রাষ্ট্রদূতের

এসবিএন ডেস্কঃ  স্পেনের বার্সেলোনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ‘সর্বজনীন পেনশন স্কিম’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্সেলোনায় ‘কাসা বাংলা’ রেস্তোরাঁয় আয়োজিত সর্বজনীন  পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। এ স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসীরাসহ দেশ উপকৃত হবে। প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পেনশন স্কিমের মাধ্যমে নিশ্চিত হয় বলে সরকার এ বিষয়কে  অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা সকলের কাছে যথাযথভাবে পৌঁছানোর অনুরোধ জানান। 

সভায় কাউন্সেলর (কমার্শিয়াল) রেদোয়ান আহমেদ ও কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া ও নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা জানান, সরকার প্রবাসীদের অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়াসে প্রবাসীদের জন্যও সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। প্রবাসীরা সহজেই বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশিয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।

এসময় পেনশন স্কিম প্রসঙ্গে স্থানীয় প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন কাউন্সেলরবৃন্দ। সভায় স্থানীয় বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন প্রবাসী রবিউল

এসবিএন ডেস্ক: স্পেন ফুটবল প্রেমিদের দেশ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ফুটবল ক্লাবের মধ্যকার লড়াই 'এল ক্লাসিকো'র উত্তেজনায় মত্ত্ব থাকে ফুটবলবিশ্ব। সেই ফুটবলপ্রমিদের দেশে কিন্তু নিয়মিত ক্রিকেট লীগও হয়।
স্পেনে ররয়েছে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড।  আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি'র টি২০ এর তালিকাভুক্ত দেশ স্পেন। টি২০ আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৮৭টি দেশের মধ্যে স্পেন ৩৪তম স্থানে রয়েছে।
স্পেনের জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ১৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে অংশগ্রহণ করেছে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অধিকাংশরাই ভারত, পাকিস্তানের অভিবাসীদের সমন্বয়ে গঠিত। জাতীয় দলে একমাত্র বাংলাদেশি হিসেবে ব্যাট ও বলে নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছেন মাদ্রিদে বসবাসরত প্রবাসী রবিউল খান। ক্রিকইনফো এর প্লেয়ার প্রোফাইল তালিকায় স্পেনের ক্রিকেটার হিসবে অন্তর্ভুক্ত রয়েছে রবিউল খানের নাম। 
গত ২৫ সেপ্টেম্বর থেকে স্পেনের মালাগায় শুরু হওয়া 'ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশীপ' টি১০ ক্রিকেট টুর্ণামেন্টে স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি।  এ টুর্ণামেন্টে ইউরোপের ৩০টি দেশ অংশগ্রহণ করছে।
রবিউল খান জানান, প্রবাসে জীবন জীবিকার তাগিদে সময় বের করা কঠিন। তারপরও যতটুকু সময় অবসর পান, তা ক্রিকেট অনুশীলনে ব্যয় করেন। তিনি আরো জানান, স্পেনে অনেক প্রতিশ্রুতিশীল বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা নিয়মিত অনুশীলন করলে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।
রবিউল খান অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে দলে তার অবস্থান মজবুত করেছেন। খেলেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ। 
রবিউল খানের জন্ম ১৯৯৫ সালের ৮ মার্চ।  ঢাকার মুন্সীগঞ্জে জন্ম নেয়া এ তরুণ ক্রিকেটার স্পেনে আসেন ২০১৯ সালে। বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ঢাকা বিভাগীয় (দক্ষিণ) অনুর্ধ ১৮ ও  অনুর্ধ ১৯ দলের হয়ে খেলেছেন।

সূত্র: সিদ্দিকুর রহমান, মাদ্রিদ
মুক্তমত

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com