Latest News

রাজনীতি
জাতীয়

আন্তর্জাতিক

বিনোদন

খেলাধুলা

বিজ্ঞান ও প্রযুক্তি

সর্বশেষ

বার্সেলোনায় ১৩ জুলাই বাংলার মেলা, সাংবাদিকদের সাথে আয়োজকদের মতবিনিময়

এসবিএন ডেস্ক: আগামী ১৩ই জুলাই, শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বাংলার মেলা। বার্সেলোনার  মাকবা চত্বরে স্থানীয় সময় বিকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে বাঙালিয়ানা নানা আয়োজন। মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে আগত সঙ্গীত শিল্পীরা। স্থানীয় শিল্পীদেরও থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।
মঙ্গলবার (৯ জুলাই) বাংলার মেলাকে উপলক্ষ করে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার নেতৃবৃন্দ এমনটি জানিয়েছেন।
মেলা আয়োজক সংগঠনের সভাপতি আলাউদ্দিন হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিক খানের পরিচালনায় এ মতবিনিময় সভায় জানানো হয়, মেলায় বার্সেলোনা ও আশেপাশের শহরগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা যোগ দেবেন। 
অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক জানান, মেলায় প্রধান অতিথি থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। এছাড়াও বার্সেলোনা সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।  
সাধারণ সম্পাদক শফিক খান জানান, প্রতিবছরের মতো এবারের মেলায়ও থাকবে বাঙালি খাবারের বেশ কয়েকটি স্টল। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে পৃথক জোন। মেলা সফল করতে স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বলেন, বার্সেলোনার এ বাংলার মেলা স্পেন প্রবাসীদের অন্যতম বৃহৎ মিলন মেলা। এ মেলার সংবাদ পরিবেশনসহ প্রয়োজনীয় সহযোগিতা স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, কার্যনির্বাহি সদস্য সাহাদুল সুহেদ, মিরন নাজমুল, তুতিউর রহমান, সহযোগী সদস্য জাফার হোসাইন প্রমূখ।
এছাড়াও মেলা আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক খান,  যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, আরিফ খান রুবেল, মোক্তার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন হারুন, সহ-সাংগঠনিক সোহেল ভূইয়া প্রমূখ।

কাতালোনিয়া বিএনপি'র সদস্য ফরম গ্রহণ করেছে স্পেন বিএনপি

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়া শাখার সদস্যদের তালিকাসহ সদস্য ফরম গ্রহণ করেছে বিএনপি স্পেন শাখা। গত ৭ জুলাই মাদ্রিদে স্থানীয় একটি রেষ্টুরেন্টে  সদস্য ফরম গ্রহণ উপলক্ষে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে স্পেন বিএনপি ও কাতালোনিয়া বিএনপি'র উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্পেন বি এন পি'র সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য ফরম প্রদান অনুষ্ঠানে বক্তারা স্পেনে  ঐক্যবদ্ধ বিএনপি'র কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি খুব শীঘ্রই বিএনপি কাতালোনিয়া শাখার নতুন কমিটি গঠর করা হবে বলে স্পেন বিএনপি নেতৃবৃন্দ জানান।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের  মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, বিএনপি নেতা হেমায়েত খান, মিল্টন ভূইয়া কচি, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল মতিন, আব্দুল আওয়াল খান, জাহাঙ্গীর আলম ইব্রাহিম, শহিদুল ইসলাম, আসাদ আলী, আব্দুল মজিদ সুজন প্রমূখ। 
কাতালোনিয়া বিএনপি'র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শফিউল আলম শফি, সিনিয়র সহ সভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আজমান আলী, বিএনপি নেতা  শিপলু নিয়াজী, হারুনুর রশিদ, লিটন আহমদ, খালেদুর রহমান চৌধুরী, শহীদ করিম, রুহেল হামিদ, গউছ মিয়া প্রমূখ।

স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে কাতালোনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

এসবিএন ডেস্ক: স্পেন বাংলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া (অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিযা) এর নব নির্বাচিত নেতৃবৃন্দ।
রবিবার (৭ জুলাই) বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণের কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা। এসময় সংগঠনটির সভাপতি করিম আলী স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন।
স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বলেন, বাংলাদেশি কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর পরিবেশন করা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ও গর্বের উপলক্ষ। যেকোন ভালো উদ্যোগে প্রেসক্লাব সব সংগঠনের সাথেই আছে ও থাকবে।
মতবিনিময় সভায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, সাহিত্য সম্পাদক সাদিয়ান আহমেদ, সদস্য সাহাদুল সুহেদ ও তুতিউর রহমান বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ,  জাকির হোসেন ও ওয়াজিজুর রহমান মুজিব।
মুক্তমত

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com