সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ডাকাত দলের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত গৃহকর্তা আব্দুল জলিল (৬৫) উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী জালালাবাদ গ্রামের হাজী আব্দুছ ছাত্তারের পুত্র। ২৭শে জুন ভোর আনুমানিক ৪ টার দিকে এঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ জানায়, ৭/৮ জনের হাফপ্যান্ট পরা একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী ওই পরিবারে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। তারা বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। বাড়ির ওপর ঘরে শোয়া অবস্থায় ছিলেন আব্দুল জলিল। তিনি তার বড় ভাই আব্দুল মতিনের পরিবার থেকে চিৎকার শোনে বের হয়ে আসলে ডাকাত দল তার উপর হামলা চালায়। এক পর্যায়ে উপুর্যূপুরী ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। ডাকাতি করে ডাকাতরা চলে গেলে পরিবারের অন্যান্য সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে এবং বিয়ানীবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ দিকে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডাকাতদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তেও জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহতের পরিবার থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।