Latest News

অলি উল্লাহ নোমানকে ইসলামিক ফোরাম ইউরোপ ইন স্পেনের সংবর্ধনা


সেলিম আলম, মাদ্রিদ: আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলি উল্লাহ  নোমান এর স্পেনে আগমন উপলক্ষে তার সম্মানে চা চক্র ও আলোচনা সভার আয়োজন করে ইসামিক ফোরাম ইউরোপ ইন স্পেন। গত ১৩ আগষ্ট নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন মোরশেদ আলম। ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন নুর"ল আলম, এমএ জলিল, বকুল খান, জিদ্দী চৌধুরী প্রমুখ। সাংবাদিক অলি উল্লাহ নোমানকে বাংলাদেশের মিডিয়া প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার প্রত্যয়ে সরকার বিভিন্ন নীতিমালা প্রণয়ন করছে। বিচারের নামে অবিচার হ"েছ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com