Latest News

শনিবার বার্সেলোনায় বিজয় মেলা

এসবিএন ডেস্ক: আগামী ২১ ডিসেম্বর শনিবার বার্সেলোনায় বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে 'বিজয় মেলা' অনুষ্ঠিত হবে। বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত এলাকা রামলা দেল রাভালে দিনব্যাপী  অনুষ্ঠিত এ মেলায় থাকবে বাঙালিয়ানা নানা আয়োজন। 
বিজয় মেলার অন্যতম আয়োজক সালেহ আহমেদ জানান, মেলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। এ দিনকে কেন্দ্র করে বাংলাদেশে নানা আয়োজন থাকে। বিভিন্ন স্থানে বিজয় মেলার আয়োজন করা হয়। এ প্রবাসে আমরাও এ দিনটিকে নানাভাবে উদযাপন করি। এরই অংশ হিসেবে এবছর 'বিজয় মেলা' এর আয়োজন করা হয়েছে। দেশের ইতিহাস ঐতিহ্য লালন করা এবং এখানকার নবপ্রজন্মকে বাংলাদেশের ইতিহাস- সংস্কৃতি  সম্পর্কে ধারণা দেয়াও এ মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এ মেলায়  বার্সেলোনার স্থানীয় প্রশাসন, স্প্যানিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় অধিবাসীরাও উপস্থিত থাকবেন। তারাও আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবেন।এ বিজয় মেলা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সালেহ আহমেদ আরো জানান, বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশি খাবার ও নানা ঐতিহ্যবাহী সামগ্রীর বেশ কয়েকটি স্টল থাকবে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
তিনি বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে মেলায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com