Latest News

বার্সেলোনায় আ’লীগের ইফতার মাহফিল ৬ জুলাই

বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও যুবলীগ কাতালোনিয়া বার্সেলোনা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৬ জুলাই, রবি বার, স্থানীয় রন্দা সান্ট পাও ১১ এ স্পাইস ইন্ডিয়া রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ইফতার মাহফিলে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সকল বাঙালী ভাইদের শরীক হওয়ার জন্য আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও যুবলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ অনুরোধ করেছেন।
ইফতার : ৬ জুলাই, রবি বার
আলোচনা: বিকাল ৭:৩০ টা।
স্থান:  Restaurante Spice India
calle: Ronda Sant Pau - 11
Barcelona.

- বিজ্ঞপ্তি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com