Latest News

হাছান মাহমুদ শ্রেষ্ঠ বেয়াদব : সাজেদা চৌধুরী


 এসবিএন ডেস্ক : আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক . হাছান মাহমুদকে শ্রেষ্ঠ বেয়াদব আখ্যা দিলেন দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তিনি বলেন, ‘ওর মতো বেয়াদব আমি আর দেখি নাই সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদবএকাত্তরে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাজেদা রোববার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে পাশাপাশি দুটি সমাবেশ হচ্ছিল দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয় পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী অপরদিকে পূর্বপাশে মোটরচালক লীগের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন . হাছান মাহমুদ এসময় সৈয়দা সাজেদা চৌধুরী . হাছান মাহমুদের প্রতি ক্ষিপ্ত হয়ে এসব কথা বলেন হাসান মাহমুদের উদ্দেশে সাজেদা বলেন, ‘এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি এখনো আশা করিনি তিনি . হাছানকে উদ্দেশ করে বলেন, ‘উনি কে? কি ছিলেন? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? আমি জানি কীভাবে উনি নেতা হয়েছেন তাও জানি সাজেদা বলেন, ‘ ধরনের আস্ফালন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি এখন নতুন নতুন নেতা জন্মে বেয়াদবি শুরু করেছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com