Latest News

নওগাঁ সীমান্তে ২ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার



এসবিএন ডেস্ক  : নওগাঁর সাপাহার সীমান্তে ইছহাক আলী ও মোমিনুল ইসলাম নামে দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে সাপাহার উপজেলার সীমান্ত সংলগ্ন কলমুডাঙ্গার পুনর্ভবা নদী থেকে ইছহাকের লাশ উদ্ধার করে বিজিবি। এর আগে সোমবার বিকালে সীমান্তের হাপানিয়া এলাকার একটি ডোবা থেকে মোমিনুল ইসলাম নামে অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতদের স্বজনের অভিযোগ, মোমিনুল ও ইছাহাক গত শনিবার রাতে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নওগাঁ ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাঈফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই যুবক কীভাবে নিহত হলেন তা নিশ্চিত হতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com