সেলিম আলম,মাদ্রিদ : প্লাসিড এক্সপ্রেস ও
গ্লোবাল ট্রেভেল তাদের আনুষ্টানিক যাত্রা করেছে স্পেনের মাদ্রিদে । গত ১৮ মার্চ মাদ্রিস্হ নিজস্ব
কার্যালয়ে মিনহাজুল আলম মামুনের পরিচালনায় ও কোম্পানির ইতালী
ইনচার্য সবিন ইসলামের তত্ত্বাবধানে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন খুরশেদ আলম মজুমদার, আল মামুন,
মুর্শেদ আলম প্রমুখ । আমেরিকা কানাডা ইতালির পরে স্পেনে তাদের সেবা
প্রদান করতে কোম্পানির স্পেনের প্রধান অফিস এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যদিয়ে উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান
ডাক্তার কামাল উদ্দিন আহমেদ। এসময় কর্তৃপক্ষ গ্রাহকদের উদ্দেশ্য করে বলেন, প্রবাসীদের
কষ্টার্জীত টাকা বৈধ ভাবে মাত্র ১০
মিনিটের ভেতরে দেশে প্রেরনের জন্য একটি বিশ্বস্থ প্রতিষ্টান হিসেবে এই
প্রতিষ্টানটি যে সুনাম অর্জন করেছে সকল
গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলা হয় শুধু বাংলাদেশেই নয় ভারত পাকিস্থান ফিলিপিন সেনেগাল মরোক্ক সহ বিশ্বের অন্যান্য দেশেও
মানি ট্রান্সফারে এ প্রতিষ্টান সুনাম অর্জন করেছেন । প্লাসিড এক্সপ্রেস বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে
যে অবদান রাখছে তার ধারাবাহিকতা বজায় থাকলে স্পেনের বাংলাদেশ কমিউনিটির
সার্বিক সহযোগিতা পাবে এমন আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।এ সময়
তারা সকল প্রবাসীদেরকে প্লাসিড এক্সপ্রেস ও গ্লোবাল ট্রভেল এর সেবার মান যাচাইয়ের আহবান জানান।