Latest News

তুলুজে বাংলাদেশী খ্রীস্টান কমিউনিটির মিলন মেলা অনুষ্টিত

আবু তাহির, প্যারিস : ´´মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি সম্মান গুচি হোক ধরা´´ - মিলে মিশে এক হওয়ার এ মন্ত্র নিয়েই বাংলাদেশী খ্রীস্টান কমিউনিটি তুলুজ ফ্রান্স'র উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান তুলুজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত  চার্চ সেন্ট সেরনা চার্চ - এ খ্রিস্ট্ঘাগ উৎসর্গ করেন লিয়ন শহর থেকে আগত বাঙ্গালী ফাদার বার্নাড সরকার গত ২৫ অক্টোবর  খ্রীস্টান সমাজের এই মহা মিলন মেলাকে আরো  আনন্দঘন করার জন্য স্থানীয় চার্চের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল এক প্রীতিভোজের মার্ক রায় ও মিসেস জেনেট দোলা কর্তৃক সঞ্চালিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাদার বার্নাড সরকার , সংগঠনের উপদেষ্ঠা ও বিশেষ অতিথি সেন্ট মেরনা চার্চ এর ফাদার ভিনসেন্ট গালোয়া পাচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী পরিষদ এর পরিচয়ের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো অনুষ্ঠান জুড়ে নাচ, গান, কবিতা,ছড়া উপস্থিত সকল দর্শকদের আনন্দে মাতিয়ে রাখে  কমিউনিটির সকলে নিজেদেরকে আরো একতার সাথে শক্তিশালী সংগঠন গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেনপ্রবাসের ব্যস্ততার অবসরে এ মিলনমেলা তুলুজে বসবাসরত খ্রিষ্টান কমিউনিটিতে দেয় অফুরন্ত আনন্দ।   নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে গল্প-আড্ডাতে প্রকাশ করেন উপস্হিত প্রবাসীরা।
অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব-সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত হোক সমাজ এবং কমিউনিটির মাঝে ঐক্যের বন্ধন অটুক থাকুক-  উপস্থিত সবাই এমনটিই ব্যক্ত করলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com