Latest News

ইলিয়াস আলীর সন্ধান দাবীতে বার্সেলোনায় প্রতিবাদ সভা ৭ অক্টোবর

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী‘র সন্ধান দাবিতে কাতালোনিয়া ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর, রবিবার রাত ৯টায় বার্সেলোনার রিয়েরেতা সড়কের ‘চিকেন পয়েন্ট’ রেস্তোরাঁয় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এ প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী  সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন  ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ,কাতালোনিয়া এর সভাপতি আক্কাছ মিয়া, সাধারন সম্পাদক এ.আর লিটু ও সাংগঠনিক সম্পাদক এম লায়েবুর রাহমান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com