Latest News

মাদ্রিদে ঢাকা অ্যাসোসিয়েশনের অভিষেক ৮ অক্টোবর

কবির আল মাহমুদ:  স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটির  অভিষেক ৮ অক্টোবর, সোমবার স্থানীয় রাজপুত ও সাফরন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে।
রাত ৮টায় শুরু হবে অভিষেক অনুষ্ঠানের আয়োজন। এ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন আয়োজক সংগঠনের সদস্যরা।
রাজধানী মাদ্রিদসহ আশ পাশের  শহরগুলোতে বসবাসরত  বৃহত্তর ঢাকার  প্রবাসীরা ছাড়াও স্থানীয় কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি সোহেল ভূ্ইঁয়া ও সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি। পাশাপাশি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com