Latest News

স্পেনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

এসবিএন ডেস্কঃ  স্পেনের বার্সেলোনায় আসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিক্স এ সাইড মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪। গত ৩০ আগষ্ট, শুক্রবার বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সিনিয়র সহ সভাপতি আনোয়ার খান জাকিরের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ড্র অনুষ্ঠানে অতিথি ছিলেন বার্সেলোনায় প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসিত কয়ছর, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাবেক সভাপতি সাহাদুল সুহেদ, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা ওয়াজিকুর রহমান মুজিব, স্পেন বাংলা প্রেসক্লাবের সহ কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ ক্রীড়া সম্পাদক সজিব বেপারি প্রমূখ। এছাড়াও ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৪টি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

অতিথিরা বলেন, বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মকে খেলাধূলায় আরো উৎসাহ প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এমন আয়োজন প্রশংসনীয়। সফলভাবে এ টুর্নামেন্ট সম্পন্ন হবে বলে সবাই আশা ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে আনোয়ার খান জাকির বলেন, সকলের সহযোগিতায় প্রতি বছরই বাংলাদেশ অ্যাসোসিয়েশন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম খেলার নিয়মকানুন সবাইকে অবগত করেন। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী কয়েকটি দলের প্রতিনিধিরা তাদের বক্তব্য দেন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপি নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফি ও প্রাইজমানির ব্যবস্থা রয়েছে বলে টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com