Latest News

মাদ্রিদে শাহজালাল লতিফিয়া মসজিদে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ থেকে স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ইসলামি শিক্ষা কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় মসজিদে অনুষ্ঠিত এ  অনুষ্ঠানে জমাতে ছুরা (ক – খ) থেকে জমাতে আওয়াল ফরিক ১ এবং ফরিক ২ পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম তিন স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। মোট ৪টি শ্রেণিতে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছরের মতো এবারও প্রতিটি শ্রেণিতে ক্বিরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের এবং সকল শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দিয়ে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেম। 
 মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ'র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো:দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আহমেদ আসাদুর রাহমান সাদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক উনু মিয়া, ইউছুফ আলী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান ও মাওলানা গাজী মুবিন, ক্বারী আব্দুর রউফ,  ক্বারী আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামিদ, আলী হোসেন চৌধুরী, কাউছার হোসেন টিপু, রাজু আহমদ, বেলায়েত হোসেন, আব্দুল আজিজ, সাজ্জাদ হোসেন, ডালিম আহমদ, কামাল হোসেন, এমদাদ আহমদ, এরশাদ আহমদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com