Latest News

স্পেনে কাতালোনিয়া যুবলীগের দোয়া ও আলোচনাসভা

এসবিএন ডেস্কঃ স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। গত ২৭ আগষ্ট স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম।

কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় সভার শুরুতেই শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবদাল হুসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন এবং সবাইকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের অনুরোধ জানান।

সভায় অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা, কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মুহামেদ কামরুল, কাতালোনিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরু ভূইয়া, সিহাব আহমেদ প্রমূখ। 

কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ইমরান আহমেদ, জাহাঙ্গীর উদ্দিন বিপ্লব, রাকিব হাসান, জুয়েল আহমেদ, সেলিম আহমেদ, আবুল কালাম আযাদ, মোহাম্মদ মামুন, আলি ফরহাদ, ইসমাঈল, জলিল মরল, মাসুদ রানা, ফারহান আহমেদ প্রমূখ।

আলোচনায় বক্তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সকল সদস্য এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com