সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ: স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভায় সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১০ জুন, সোমবার মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিতে কবির হোসেন সভাপতি, জসিম উদ্দিন বেপারি সিনিয়র সহ সভাপতি, মিজানুর রহমান হাওলাদার সাধারন সম্পাদক এবং সেলিম খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাকির হোসেন জহিরের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কবির হোসেন। মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কাদের ঢালী, জসিম উদ্দিন বেপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার, রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির, সেলিম খান প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন দুলাল খান, দুলাল ঢালী, সোবহান মোল্লা, ইব্রাহিম আকন্দ, রুবেল সরদার, রফিক খান, আমিনুল হাওলাদার, আজম খান, আতিকুর রহমান শেখ, তরুণ কাজী, চেরাগালী ঢালী, জাকির চৌধুরী, সাজ্জাদ গাজী, আরিফ মাতবর, তাওহীদ সরদারসহ মাদ্রিদে বসবাসরত বৃহত্তর ফরিদপুরের উল্লেখযোগ্য প্রবাসী।
সভায় নতুন গঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
সভাশেষে নৈশভোজের আয়োজন করা হয়।