এসবিএন ডেস্ক: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী’র সন্ধান দাবী করে সভা ও মিলাদ মাহফিল করেছে বার্সেলোনার ইলিয়াছ মুক্তি পরিষদ। গত ২৯ সেপ্টেম্বর বার্সেলোনার একটি হলে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘ দিন অতিবাহিত হলেও সিলেটের প্রাণপুরুষ বিএনপি নেতা ইলিয়াস আলীর কোন হদিস দিতে পারেনি সরকার। অবিলম্বে সুস্থ শরীরে ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়ার জন্য বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানান। ইলিয়াছ মুক্তি পরিষদের সভাপতি আক্কাস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিটুর পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্সেলোনা বিএনপি’র প্রধান উপদেষ্টা মুক্তার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্সেলোনা বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার পাশা, সান্তাকলোমা বিএনপির’র সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ আনিছ, বার্সেলোনা জিয়া পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ জাহান আহমেদ, বার্সেলোনা যুবদলের সভাপতি সফিক খাঁন, ইলিয়াছ মুক্তি সংগাম পরিষদ বার্সেলোনার উপদেষ্টা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম লায়েবুর রহমান। আরো বক্তব্য রাখেন টুনু মিয়া, রাজন আহমেদ, ফাহিম আহমেদ, হেলাল খাঁন, সাহিন আনোয়ার, এম শামীম, জুবায়ের, আব্দুল এনাম, মাহবুব আলী সুমন, রবিউল মিয়া, হোসাইন, ইমরান আহমেদ, মুজ্জাফর, জুবেদ, দুলু মিয়া প্রমূখ।