এসবিএন ডেস্ক : পরিচালক বুলবুল
বিশ্বাসের পরিচালনায় নতুন ছবি ‘রাজনীতি’তে অভিনয় করবেন
অপু বিশ্বাস। এছাড়া অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রের বর্তমান
সময়ের বস্ততম নায়ক শাকিব খান ও অ্যাকশন হিরোদের দৌড়ে এগিয়ে থাকা জায়েদ খান। পরিচালক
জানান, আগামী ১১ই এপ্রিল ঢাকা থেকে শ্যুটিংয়ের উদ্দেশ্যে শাকিব খানকে নিয়ে
নেপাল যাচ্ছে পুরো শ্যুটিং ইউনিট। এছাড়া ১২ তারিখ শ্যুটিং করে ১৩ তারিখ ঢাকায়
ফিরবেন তারা। এদিকে ছবির নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও
ঘোষণা করছেন না পরিচালক বুলবুল বিশ্বাস। তিনি এ বিষয়ে বলেন, আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি না। এখনও
পর্যন্ত নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজে যাচ্ছি। নতুন কাউকে এ ছবিতে নেওয়ার চেষ্টা
করছি। কিছু বড় বড় মডেল এজেন্সির সঙ্গেও কথা বলেছি। এরপরও যদি নায়িকা হিসেবে কাউকে
না পাই তাহলে অপু বিশ্বাস বা ববি হক এর মধ্যে থেকে যেকোন কাউকে আমার ছবিতে অভিনয়ের
জন্য চুক্তিবদ্ধ করব।’ অন্যদিকে অপু বিশ্বাস বলেন, ‘ছবিটির
বিষয়ে পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
কয়েকদিন পর চূড়ান্ত খবর দিতে পারবো।’ ‘রাজনীতি’ ছবির গল্পে দেখা যাবে রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ
খান।বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ। আবার একই মেয়ের প্রেমে
পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভূজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই,
টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক। ছবির
গল্প লিখেছেন মেজবাহউদ্দন সুমন। ছবিটিতে গান থাকছে মোট ছয়টি। এছাড়া সঙ্গীত
পরিচালনা করবেন ফুয়াদ মোক্তাদির ও অদিত। তবে গানগুলো কারা গাইবেন তা এখনও
নির্দিষ্ট করে বলেন নি পরিচালক। ছবিতে শাকিব খান ও জায়েদ খান ছাড়াও সাদেক বাচ্চু, আহমেদ
শরীফসহ আরও অনেকে অভিনয় করবেন।