Latest News

সুইজারল্যান্ডের লুজানে প্রবাসীদের বাংলা বর্ষ বরণ

জহুরুল ইসলাম মিলন, সুইজারল্যান্ড: আনান্দ  উৎসব মধ্য দিয়ে সুইজারল্যান্ডের লুজান শহরের প্রবাসী বাংলাদেশীরা আবহমান কালের বাঙ্গালী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গৌরবের পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করলেন। গত ১৯ এপ্রিল বাংলা নতুন বর্ষ ১৪২২ বরণ উপলক্ষে স্থানীয় একটি অডিটোরিয়ামে দুপুর ১টায় এ আনান্দ উৎসবে লুজান, নুশাতেল, বিল ও জেনেভা শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসীদের আগমন ঘটে। নানা বয়সের ছেলে মেয়ে ও নারী পুরুষরা দেশীয় বৈশাখী আমেজের পোষাক পরে  অনুষ্ঠানের উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় কয়েক ঘন্টার জন্য অডিটোরিয়াম স্থলটি পরিনিত হয় এক টুকরো বাংলাদেশে। ইলিশ-পান্তাসহ নানা পদের দেশীয় ভর্তা-ভাজি ও রকমারী ফিন্নি-মিষ্টান্ন দিয়ে আগত অতিথীদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করানো হয়।
প্রবাসে বেড়ে উঠা শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেনেভা বাংলা পাঠশালার শিশু ও জেনেভা শহরের স্থানীয় প্রবাসী শিল্পীদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক দল, সঙ্গীত গুরু রিয়াজুল হক ফরহাদের গড়া সাংস্কৃতিক দলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানের শুরুতে কোরঅান থেকে তেলাওয়াত করে ছোট্ট শিশু নফেল।  এরপর সমবেত কন্ঠে সবাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর কবিতা আবৃত্তি করে স্থানীয় শিশু সামিয়া।গান পরিবেশন করে সোহেল, বেহেলা বাজিয়ে শুনায় দেলমন্ট শহর থেকে আগত শিশু শিল্পী নওরিন। দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে জেনেভা বাংলা পাঠাশালার শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশু শিল্পী আরিয়ান, সাশা, তুস্ত, সিয়াম, শিথী, নিতু, আফসারা, দিলারা, অধিরা, আনিশা ও নইমা। এরপর জেনভা প্রবাসী শিল্পী ইতি মনি, আফরিন সুলতানা পুনম, মুক্তি মোল্লা, শরীফুননেসা কান্তা, রুমা আক্তার  ও শাহাদাৎ হোসেন গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে এবং সঙ্গীত গুরু ও বরণ্য সঙ্গীত শিল্পী, সুইজারল্যান্ডের প্রবাসীদের প্রিয় শিল্পী রিয়াজুল হক ফরহাদ তার মনো মুগ্ধকর গান গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে তবলায় ছিলেন বাজেল শহর  থেকে আগত  সিদ্দিকুর রহমান ও বেহেলায় ফারানা হক। সাউন্ড সিস্টেম কন্ট্রলে ছিলেন পারভিন হক। এর পরের পর্বে ছিল আগত সকল অতিথীদের জন্য লাকী কূপন ড্র ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। পুরস্কৃত করা হয় চিত্রাঙ্কন বিজয়ী শিশুদের। এর পর লটারীর মাধ্যমে ১১ জন ভাগ্যবানকে পরুস্কৃত করা হয়।  আয়োজকরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য  আগত সকল অতিথীদের, সহযোগী সকল স্বেচ্ছাসেবক ও জেনেভা থেকে আগত সকল শিল্পী কলা কুশোলীদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com