এসবিএন ডেস্ক : গ্রেটার ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ম্যানচেষ্টারে অনুষ্ঠিত হলো বাংলা মেলা‘র তৃতীয় রোড শো। গত ৩ অগাষ্ঠ ম্যানচেষ্টারের লংসাইডের গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনে বাংলা মেলা‘র তৃতীয় রোড শো অনুষ্ঠিত হয়। বাংলা মেলা‘কে স্বাগত জানিয়ে রোড শো‘তে আগত নেতৃবৃন্দ প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে বাংলা মেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলা মেলায় অংশ নেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করারও আশ্বাস দেন। বাংলা মেলার তৃতীয় রোড শোতে ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বার্মিংহাম থেকে বাংলা মেলা পরিচালনা কমিটির সদস্যরা যোগ দেন। বাংলা মেলা পরিচালনা কমিটির ম্যানচেষ্টার এম্বেসেডর বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুনের সভাপতিত্বে ও এনটিভি‘র ম্যানচেষ্টার প্রতিনিধি গাওছুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় অনুষ্ঠিত এই রোড শোতে বক্তব্য রাখেন ম্যানচেষ্টারের বাঙালী কাউন্সিলর কাউন্সিলর লুৎফুর রহমান,গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি শায়খুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম কোরেশী,কোষাধ্যক্ষ আবুল বশর চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়া,মুক্তিযোদ্ধা ডঃ নজরুল ইসলাম,গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামিলীগের সভাপতি সুরাবুর রহামান,সহ-সভাপতি গৌছ মিয়া,গ্রেটার ম্যানচেষ্টার বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমাদ চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ছুরুক মিয়া,আবুল কাশেম,জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল এসের ম্যানচেষ্টারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান,স্পেনের বার্সেলোনা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান মান্নান,কমিউনিটি নেতা সৈয়দ আমনিুর রশীদ,মিছবাহ উদ্দিন,আবু তাহের,মোহাম্মদ শেকুল,স্থানীয় বাংলা স্কুলের পরিচালক মীর বাদল,চেতনা সাংস্কৃতিক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান,গ্রেটার ম্যানচেষ্টার যুবলীগের সভাপতি জামাল উদ্দিন কয়ছর,গ্রেটার ম্যানচেষ্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক অয়েছ ও সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল, এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর,হাইড বাংলাদেশী ওয়েলফেয়ারের সভাপতি নাসির খান সুয়েব, হাইড কমিউনিটি নেতা শাহ মনা মিয়া,জিএমজি এয়ার কার্গো‘র ম্যানচেষ্টার শাখার ম্যানেজার জোহা হাবিবুল্লাহ,উদয় সুরুজ্জামান,আতিক মিয়া,আবুল হাসণাথ প্রমূখ।
রোড শোতে অংশ নিয়ে আয়োজকরা বার্মিংহামে বৃহদাকারে বাংলা মেলা আয়োজনের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটিতে বাংলা কৃষ্টি-ঐতিহ্যকে লালন করে নতুন প্রজন্মের বাঙালীদের জন্য এই বাংলা মেলা আয়োজন করা হচ্ছে বলে জানান। তারা বাংলা মেলা‘কে বৃটেন তথা ইউরোপের বাঙালীদের একটি বড় মিলন মেলা হিসেবে রুপান্তরীত করতে সকলের সহযোগিতাও কামনা করেন। এসময় উপস্থিত সুধীবৃন্দের কাছে বাংলা মেলা‘র সম্পর্কে নানা বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলা মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি,চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউ‘কের প্রতিনিধি জয়নাল ইসলাম,কোষাধ্যক্ষ চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী ও বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ।
পরে বাংলাদেশেল জাতীয় পাতাকার আদলে বিশেষভাবে তৈরী করা বাংলা মেলা‘র নিজস্ব পোষাক পরে ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে লংসাইডের গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সম্মুখে এবং সলফোর্ড মিডিয়া সিটির সামনের লেকে বৃটেনের স্বনামধন্য মিডিয়া প্রোডাকশন ডিজি ক্রিয়েশনের পরিচালক সুহেল চৌধুরীর পরিচালনায় বাংলা মেলা‘র থিম সং এর স্যুটিং করা হয়।
উল্লেখ্য, বার্মিংহামের বাংলা সংবাদকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে আগামী ২৩ আগষ্ট বার্মিংহামের স্মলহীথ পার্কে অনুষ্টিত হবে বাংলা মেলা, যেখানে বাংলাদেশ,বৃটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কলা-কুশলী ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
সূত্র: www.banglakagoj.net
রোড শোতে অংশ নিয়ে আয়োজকরা বার্মিংহামে বৃহদাকারে বাংলা মেলা আয়োজনের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটিতে বাংলা কৃষ্টি-ঐতিহ্যকে লালন করে নতুন প্রজন্মের বাঙালীদের জন্য এই বাংলা মেলা আয়োজন করা হচ্ছে বলে জানান। তারা বাংলা মেলা‘কে বৃটেন তথা ইউরোপের বাঙালীদের একটি বড় মিলন মেলা হিসেবে রুপান্তরীত করতে সকলের সহযোগিতাও কামনা করেন। এসময় উপস্থিত সুধীবৃন্দের কাছে বাংলা মেলা‘র সম্পর্কে নানা বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলা মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি,চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউ‘কের প্রতিনিধি জয়নাল ইসলাম,কোষাধ্যক্ষ চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী ও বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ।
পরে বাংলাদেশেল জাতীয় পাতাকার আদলে বিশেষভাবে তৈরী করা বাংলা মেলা‘র নিজস্ব পোষাক পরে ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে লংসাইডের গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সম্মুখে এবং সলফোর্ড মিডিয়া সিটির সামনের লেকে বৃটেনের স্বনামধন্য মিডিয়া প্রোডাকশন ডিজি ক্রিয়েশনের পরিচালক সুহেল চৌধুরীর পরিচালনায় বাংলা মেলা‘র থিম সং এর স্যুটিং করা হয়।
উল্লেখ্য, বার্মিংহামের বাংলা সংবাদকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে আগামী ২৩ আগষ্ট বার্মিংহামের স্মলহীথ পার্কে অনুষ্টিত হবে বাংলা মেলা, যেখানে বাংলাদেশ,বৃটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কলা-কুশলী ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
সূত্র: www.banglakagoj.net