Latest News

মিলানে বিজয় দিবস উপলক্ষে আ'লীগ বিএনপি'র পৃথক আলোচনা সভা অনুষ্টিত

নাজমুল হোসেন, মিলান : মহান বিজয় দিবস উপলক্ষে মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ ও বিএনপি পৃথকভাবে আলোচনা সভা করেছে। লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্টিত অাওয়ামীলীগের ঐ আলোচনা সভাটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তারপর জাতীয় সংগীত ও  সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, আকরাম হোসেন,জামিল আহমেদ,রহমান খান,রয়েল তালুকদার, তোফায়েল আহমেদ তপু,তুহিন মাহমুদ সহ লোম্বার্দিয়া আওয়ামিলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ এর নেতৃবৃন্দ। বক্তারা, সকল যুদ্ধপরাধী ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট,  জেল হত্যা সহ সকল নির্মম ঘটনার ষড়যন্ত্রকারী ও পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান ও বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মিলান লোম্বার্দিয়া বিএনপি আলোচনা সভার আয়োজন করে । বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন  মোহাম্মদ মনির এর পরিচলনায় বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত ,সমবেত জাতীয় সংগীত,মুক্তিযুদ্ধে সকল নিহতদের স্মরণে নিরবতা পালন এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামন রিপন,সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,যুবদলের সভাপতি তোফায়েল আহমেদতপু,সেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সাবেক বিএনপির সভাপতি খান রুকন সহ মিলান বিএনপির উপদেষ্ঠা,ও কার্যকরী কমিটিরনেতৃবৃন্দ,যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।বক্তার বলেন, যেদিন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং স্বৈরতন্ত্রের কবল থেকে যেদিন দেশবাসী মুক্তি পাবে সেদিনই হবে বিজয়ের প্রকৃত উৎসব।মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে যে অগনতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে তা থেকে জাতিকে মুক্ত করাই আজকের বিজয় দিবসের একমাত্র শপথ। দেশ স্বাধীনের ৪৪ বছর পরেও মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করা যাচ্ছে না বলে বক্তারা অভিযোগ করেন। পূর্ণ স্বাধীনতা অর্জনে আরেকটি যুদ্ধ প্রয়োজন বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই যুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীনতার পূর্ণঅধিকার প্রতিষ্ঠা করার জন্য বক্তারা অাহ্বান জানান। আলোচনা সভা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিবেশিত হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com