Latest News

বাংলাদেশে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে কাতালোনিয়া বিএনপি'র লিফলেট বিতরণ

এসবিএন ডেস্ক: বাংলাদেশে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে এ নির্বাচনকে বয়কটের জন্য দেশের স্বজনদের অবগত করার অনুরুধ জানিয়ে বার্সেলোনায় লিফলেট বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি, সোমবার সন্ধ্যায়  কাতালোনিয়া বিএনপি'র নেতৃবৃন্দ স্থানীয় প্রবাসীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
কাতালোনিয়া বিএনপি'র সভাপতি শফিউল আলম সফির নেতৃত্বে স্থানীয় বাংলাদেশি মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারি প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় কাতালোনিয়া বিএনপি নেতৃবন্দ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার হরণ করা হবে বলে অভিযোগ করে প্রবাস থেকেও প্রতিবাদ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের স্বজনদের একদলীয় ডামি নির্বাচন বয়কট করার জন্য কথা বলার অনুরোধ করেন।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি'র উপদেষ্টা মাসুক আহমেদ, কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রাহমান, প্রচার সম্পাদক লায়েবুর রাহমান, কাতালোনিয়া যুবদল নেতা ইফতাকার হোসেন কাসেম, যুবদল নেতা ফায়ছাল আহমেদ, আব্দুল করিম শহিদ, জুয়েল আহমেদ, মুন্না আহমেদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com