পর্তুগাল প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনে 'ডম পেদরো হোটেল' এর বলরুমে অনুষ্টিত হবে 'লাল হাভেলি বাংলা কাগজ' কমিউনিটি এওয়ার্ড। বর্ণাঢ্য এই অনুষ্টানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পি তোশিবা ও স্থানীয় শিল্পিদের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের খ্যাতিমান শিল্পিরা অংশ নেবেন।
গত ১৯ জানুয়ারী পর্তুগালের রাজধানী লিসবনে 'বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪' আয়োজন প্রসঙ্গ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়েছে।
স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীসহ লিসবনের বাঙালী কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে বাঙালী অধ্যুষিত মাত্রিমনিজের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ। বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেইন ও পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এওয়ার্ড অনুষ্টানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন এই আয়োজনের মূল স্পন্সর লাল হভেলী বানকুয়েটিং হল ও রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী বিবিসির সেলিব্রেটি শেফ আবুল হোসেইন ও বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেইন কাজী।
এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তরে জানানো হয়, ঝাঁকঝমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মী আর কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক বৃটিশ বাঙালী।
ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে লিসবনের একটি অভিজাত পাঁচ তারকা হোটেল যেখানে এই প্রথম কোনো বাংলাদেশী অনুষ্ঠান অনুষ্টিত হচ্ছে। ইতিমধ্যে আয়োজনের অনেক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের এই আয়োজনে প্রবেশাধিকার থাকবে।পুরো অনুষ্টান সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্যের স্বনামধন্য বাংলা ভাষী দুই টিভি চ্যানেল আই অন টিভি ইউকে ও বিঅন টিভি ইউকে।
সংবাদ সম্মেলন থেকে এই আয়োজনে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে পর্তুগালের বাঙালীদের মধ্যে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড পাবার মতো যোগ্য কাউকে মনে করলে অবশ্যই বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেন (০০৩৫১ ৯২০ ০১০ ৬৫৫) পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের (০০৩৫১ ৯২০ ৫৭০ ১১৮) সাথে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, স্পেন, ফ্রান্স, মরক্কো ও ইতালিতে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের সফল আয়োজনের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠিত হবে ইতিহাস, ঐতিহ্যের নিদর্শনে ভরা পর্তুগালের রাজধানী লিসবনে। পর্তুগালে বাংলাদেশিদের ইতিহাসে এই প্রথম কোনো অনুষ্টানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এতো অধিক সংখ্যক অতিথিরা যোগ দেবেন।
পর্তুগালে 'লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ২০২৪' নিয়ে স্থানীয় প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।