এসবিএন ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান ড.
মিজানুর রহমান
বলেন, ‘রাষ্ট্রকে বলি, ভুল
পথ পরিহার
করুন। সারাবিশ্ব যেভাবে
এগুচ্ছে আসুন
আমরাও সেভাবে
এগিয়ে যাই।’ বিশ্ব আদিবাসী
দিবস উপলক্ষ্যে গারো স্টুডেন্ট ইউনিয়নের (গাসু)
আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে
‘সহস্র মোমবাতি
প্রজ্জ্বলন’ কর্মসূচি অনুষ্ঠানে তিনি
একথা বলেন। ড.
মিজানুর রহমান
বলেন, ‘মানুষের
মধ্যে যদি
শ্রদ্ধাবোধ না
থাকে তাহলে
রাষ্ট্র কখনো
শক্তিশালী হতে
পারে না। মানুষকে
অবহেলা করে
রাষ্ট্রের মজবুত
ভিত গড়ে
তোলা যায়
না।’ তিনি বলেন,
‘জাতীয় মানবাধিকার কমিশন আদিবাসীদের অধিকারের সঙ্গে
একাত্মতা ঘোষণা
করছে। তাদের ন্যায্য
দাবি আদায়
না হওয়া
পর্যন্ত কমিশন
তাদের সহযোদ্ধা হিসেবে ভূমিকা
পালন করবে।’ তিনি আরো
বলেন, ‘আসুন
আমরা দেশের
সকল জাতিসত্ত্বার মধ্যে সেতুবন্ধন রচনা করি। এ
আন্দোলন শুধু
আদিবাসীদের নয়
মানুষের আন্দোলন। আদিবাসীদের পশ্চাতে ফেলে
নয় তাদের
হাতে হাত
রেখে সমৃদ্ধ
বাংলাদেশ গড়ে
তুলি।’ সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি
ডেনি দ্রংয়ের
সভাপতিত্বে এসময়
আরো বক্তব্য
রাখেন অধ্যাপক
মেজবাহ কামাল,
অধ্যাপক ডালেম
চন্দ্র বর্মণ,
সহযোগী অধ্যাপক
রোবায়েত ফেরদৌস,
আদিবাসী ফোরামের
সাধারণ সম্পাদক
সঞ্জীব দ্রংসহ
বিশিষ্টজনেরা। উল্লেখ্য, ‘সহস্র
মোমবাতি প্রজ্বলন’ কর্মসূচির প্রথম
মোমবাতিটি সন্ধ্যা
৭টায় প্রজ্জ্বলিত করে একটি
আদিবাসী শিশু। এরপর
আদিবাসী জনগোষ্ঠী, সুশীল সমাজের
প্রতিনিধি, লেখক,
কলামিস্ট, সাংবাদিক, শিক্ষকসহ আরো
বিভিন্ন সংগঠনের
নেতাদের হাতে
থাকা মোমবাতি
একটি একটি
করে প্রজ্জ্বলিত হতে থাকে।