Latest News

ডাঃ মেহজাবিন শামা’র হত্যাকান্ডের সুষ্টু তদন্তের দাবিতে মাদ্রিদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল (ভিডিও)

সেলিম আলম মাদ্রিদ.বাংলাদেশে সাবেক এমপি টিপু সুলতানের পুত্রবধু ডাঃ মেহজাবিন শামার হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও বিচারের দাবিতে জাষ্টিজ ফর শামা এবং পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে । গত ৮ ডিসেম্বর বাংলাদেশী অধ্যুষিত  মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশনের কার্যালয় সম্মুখ থেকে লাভাপিয়েছ চত্বরে অনুষ্টিত এ কর্মসূচীতে বিভিন্ন মানবাধিকার, পেশাজীবি ও নারী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসীরা অংশ গ্রহন করেন । মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারন
সম্পাদক মিনহাজুল আলম মামুন  ও আবুজাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের সদস্য সচিব সেলিম আলম,মিজানুর রহমান বিপ্লব, খুরশেদ আলম মজুমদার, আব্দুল কাইয়ুম পঙ্কি, জাহিদুল আলম মাসুদ, ফজলে এলাহি,  বকুল খান , ডাঃ দুররেজাহান কান্তা প্রমুখ ।এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচিতে অংশ গ্রহন করেন  নিহত শামার  খালা সোহেলী শারমিন । বক্তরা তীব্র ভাষায় মেধাবী চিকিৎসক ডাঃ মেহজাবিন শামা


হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও তাঁর পরিবারের উপর হুমকি বন্ধের দাবী জানান। পাশাপাশি 
বক্তারা বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করেন । 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com