এসবিএন ডেস্ক : স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপি'র উদ্যোগে অনুষ্টিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। গত ১২ জুলাই বার্সেলোনার স্থানীয় একটি হলে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারকে স্বৈরশাসক উল্লেখ করে আরো বলেন, বাংলাদেশের জনগণ একসময় আওয়ামীলীগের দু:শাসনের বিরুদ্ধে জেগে উঠবেই। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপি'র সভাপতি নূরুল ইসলাম। সংগঠনের যুগ্ম সম্পাদক মনোয়ার পাশার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোক্তার আহমেদ, হারুনুর রশীদ, শফিউল আলম শফি, আছাব মিয়া, শাহজাহান আহমদ, লায়েবুর রহমান, এ আর লিটু প্রমূখ। আলোচনাসভা শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ'র শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।