Latest News

বার্মিংহামে স্পেনের কমিউনিটি নেতা শফির মতবিনিময়

আহমেদ সুহেল, বার্মিংহামঃ যুক্তরাজ্য সফররত স্পেনের বাঙালী কমিউনিটি নেতা ও বিএনপি বার্সেলোনা শাখার সভাপতি শফিউল আলমের সম্মানে যুক্তরাজ্যের  বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শফিউল আলমের শুভাকাংখীদের উদ্যোগে ১৭ জুলাই রাতে বার্মিংহামের নিউটাউনের ফুল ষ্টপ বার্গার রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলা কাগজের উপদেষ্টা এমদাদদুল হক লাভলুর সভাপতিত্বে ও চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তারা বার্সেলোনার বাঙালী কমিউনিটির উন্নয়নে শফিউল আলমের নানা ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম, আই অন টিভির লোকমান হোসেন কাজী, বাংলা কাগজের আহমেদ ক্বাবীর, সংবাদকর্মী মিজান রেজা চৌধুরী, আহমেদ সুহেল, কমিউনিটি নেতা মোহাম্মদ মাখন বেলাল, জাহেদ উদ্দিন সাজু, জুনেদ আহমেদ ও তাজুল ইসলাম প্রমূখ।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com