Latest News

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সাহাদুল সুহেদ: স্পেনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থীরা উৎসবের আমেজে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৫ ডিসেম্বর মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে নির্বাচন কমিশনের সদস্যদের হাতে দু‘টি প্যানেলের মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন জমা উপলক্ষে মাদ্রিদের বাঙালিপাড়া হিসেবে খ্যাত ‘লাভাপিয়েস’ এ ছিল উৎসবমুখর পরিবেশ।
জানা যায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নির্বাচনে মামুন-মাসুদ-ফখরুল ও তারেক-সুন্দর-আক্তরুজ্জামান দু‘টি প্যানেল থেকে প্রার্থীরা অংশগ্রহণ করন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যার পর পৃথকভাবে দু‘টি প্যানেলের প্রার্থীরা নিজেদের সমর্থিত ভোটারদের নিয়ে স্থানীয় খেসুস ই মারিয়া সড়কের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারী কমিশনার গোলাম মোস্তফা জাহাঙ্গীর, সদস্য সচিব দুলাল সাফা, যুগ্ম সচিব দবির তালুকদার, কোষাধ্যক্ষ লুতফুর রহমান, সদস্য বেলাল আহমেদ, ফজলে এলাহি, এসএম মাসুদ, আব্দুল কাদির।
তারেক-সুন্দর-আক্তারুজ্জামান প্যানেলের মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জামাল উদ্দিন মনির, আবুল কালাম আজাদ, নূর হোসেন পাটোয়ারি, আব্দুর রাজ্জাক, সোহেল ভূঁইয়া, আবুল খায়ের প্রমূখ।
মামুন-মাসুদ-ফখরুল প্যানেলের মনোনয়নপত্র দাখিলের সময় মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আবুল খায়ের, সৈয়দ আশফাক, জালাল উদ্দিন, আব্দুস সাত্তার, মিনহাজুল আলম মামুন, ইনসাফ সুমন, এমদাদুল হক প্রমূখ।
প্রসঙ্গত, বাঙালি কমিউনিটির উন্নয়ন তথা প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষণের পাশাপাশি বাঙালি নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি লালনের প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। ২০১৮-২০২০ সালের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকায় ৩৫৪০ জন প্রবাসী বাংলাদেশি নাম তালিকাভুক্ত করেছেন বলে নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com