আনোয়ার হোসেন বাবর .গত ২১
জুন শনিবার
ব্রাহ্মণবাড়ীয়ার প্রখ্যাত কামেল পীর হযরত
শাহসুফী মাওলানা
আব্দুল হান্নান
(রঃ) কেবলা
সুহাতা পীরবাড়ী
দরবার শরীফের
উদ্যোগে ব্রঙ্কসের ওয়াটসন এভিনিউতে
অবস্থিত বাংলাদেশ
কালচারাল সোসাইটির
নিজস্ব কার্যালয়ে
এক মিলাদ
ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত
হয়।
শাইখ পীরজাদা
নূরুল হুদার
সভাপতিত্বে এবং পীরজাদা নূরুল আবেদীনের
পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা
হিসেবে উপস্থিত
ছিলেন পার্কচেষ্টার
জামে মসজিদের
খতীব ও
ইমাম মুফতি
মাওলানা মোহাম্মদ
মঈনুল ইসলাম। বিশেষ
বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন
বাংলাবাজার জামে মসজিদের খতিব ও
ইমাম মুফতি
মাওলানা আবুল
কাশেম ইয়াহইয়া। উক্ত
মাহফিলে মধ্যরাত
ব্যাপি কোরআন
তেলাওয়াত, কালেমা পাঠ, স্বাগত বক্তব্য,
আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সওয়াব
রেসানী ও
মোনাজাত, সেমিনার
অন রামাদান,
মিলাদ শরীফ
ও হালকা
জিকির আসকারসহ
নাত পরিবেশন
করেন মোহাম্মদ
শাহজাহান ও
এম. মশাহীদ,
শুভেচ্ছা বক্তব্য
রাখেন ব্রঙ্কস
ইউনাইটেড বাংলাদেশী
ক্লাবের সাধারণ
সম্পাদক রিয়াজ
উদ্দিন কামরান।
