Latest News

সুহাতা পীরবাড়ী দরবার শরীফের উদ্যোগে মিলাদ ও দোয়া মাফফিল অনুষ্ঠিত

আনোয়ার  হোসেন বাবর .গত ২১ জুন শনিবার ব্রাহ্মণবাড়ীয়ার প্রখ্যাত কামেল পীর হযরত শাহসুফী মাওলানা আব্দুল হান্নান (রঃ) কেবলা সুহাতা পীরবাড়ী দরবার শরীফের উদ্যোগে ব্রঙ্কসের ওয়াটসন এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কালচারাল সোসাইটির নিজস্ব কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শাইখ পীরজাদা নূরুল হুদার সভাপতিত্বে এবং পীরজাদা নূরুল আবেদীনের পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্কচেষ্টার জামে মসজিদের খতীব ও ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া উক্ত মাহফিলে মধ্যরাত ব্যাপি কোরআন তেলাওয়াত, কালেমা পাঠ, স্বাগত বক্তব্য, আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সওয়াব রেসানী ও মোনাজাত, সেমিনার অন রামাদান, মিলাদ শরীফ ও হালকা জিকির আসকারসহ নাত পরিবেশন করেন মোহাম্মদ শাহজাহান ও এম. মশাহীদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস ইউনাইটেড বাংলাদেশী ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন কামরান 
মুফতি মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার ইমামতীতে এশার নামাজ আদায় করা হয় এবং শাইখ পীরজাদা নূরুল হুদা সওয়াব রেসানী ও মোনাজাত পরিচালনা করেন এতে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইনামূল মজুমার, মো: মিজানুর রহমান, মো: সিরাজুল ইসলাম খান, নাসের আহমেদ, ইসলাম উদ্দিন, নাহিদ আহমেদ, নূর নবী, মো: আক্তার হোসেন, মুজিবুর রহমান, মলুদার রেজা মজিদ, মো: খুরশেদ আলম, সৈয়দা রাহেলা খাতুন, সোমাইয়া বেগম, মোমতাজ বেগম, সেলিনা আক্তার, সাদিয়া আলম, নাসরিন চৌধুরী, রেজা সাঈদ, মোহাম্মদ আলম, ফারহানা আমান, নূসরাত ফারিন, ফিরোজ নাকিব, মাহবুব হোসেন, মো: ফরহাদ আলী প্রমূখ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি নাসরিন আহমেদ, সাধারণ সম্পাদক হারুনা আক্তার রোজী ও সহ সভাপতি হেলাল উদ্দিন চৌধুরীসবশেষে ছিলো আবেদীন হালাল ফুড কেটারিং এর সৌজন্যে বিখ্যাত রন্দন শিল্পী ও শেফ দিলরুবা আবেদীনের রকমারী খাবারে নৈশভোজ ও তবারক এর আয়োজন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com