Latest News

কোকোর রুহের মাগফেরাত কামনা করে ইতালী যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

নাজমুল হোসেন,মিলান : বেগম খালেদা জিয়ার ২য় পুত্র আরাফার রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ইতালী যুবদল গত ২৫ জানুয়ারী বাদ এষা রোমের কুবা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ইতালী যুবদলের সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দিন ও ইতালী বিএনপির সাবেক সভাপতি লকিয়ত উল্লাহ সহ দলীয় শীর্ষ নেতা কর্মীরা কোকোর রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা কোকোর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে জিয়া পরিবার তথা শোকাগ্রস্থ কোকোর মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের জন্যও দোয়া করা হয়। বক্তারা বলেন কোকোর মৃত্যুতে কোটি কোটি মানুষের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে আর এই শোককেই শক্তিতে রুপান্তরিত করে, দেশ রক্ষায় সবাইকে উজ্জ্বিবীত করতে হবে। তা না হলে এই অবৈধ্য সরকার কোন পরিবারের মধ্যে শান্তি রাখবে না।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com