Latest News

সুজন বাংলা কাগজের গ্রেটার মেনচেষ্টার প্রতিনিধি

এসবিএন ডেস্ক.বিশিষ্ট সাংবাদিক ও তরুণ সমাজকর্মী গাউছুল ঈমাম চৌধুরী সুজন স্পেন বাংলাদেশ ও বৃটেনে থেকে প্রকাশিত সংবাদপত্র ‘‘বাংলা কাগজ‘‘ এর  গ্রেটার মেনচেষ্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। চলতি বছর ডিসেম্বর থেকে তিনি  ‘‘বাংলা কাগজ‘‘গ্রেটার মেনচেষ্টার প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৭ ডিসেম্বর ‘‘বাংলা কাগজ‘‘ এর  চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী আলহাজ্ব খসরু খান স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘‘বাংলা কাগজ‘‘ এর  অন্যতম ডাইরেক্টর মেনচেষ্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুহুল আমিন চৌধুরী মামুনের পরামর্শক্রমে গাউছুল ঈমাম চৌধুরী সুজনকে ‘‘বাংলা কাগজ‘‘ এর  গ্রেটার মেনচেষ্টার প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। এখন থেকে গ্রেটার মেনচেষ্টার থেকে সংবাদ প্রেরণ,বিজ্ঞাপনসহ ‘‘বাংলা কাগজ‘‘ সংক্রান্ত যেকোনো বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁ সাথে যোগাযোগের টেলিফোন হলো ০৭৮৭৫৭০১৪৩০ বা ০৭৭১৮৭০০৭৮৩  ই-মেইলঃ  gowsul@yahoo.com |

উল্লেখ্য গাউছুল ঈমাম চৌধুরী সুজন পুর্বে চ্যানেল নাইন ইউকের মেনচেস্টার ব্যুরো প্রধান থাকলেও বর্তমানে এনটিভি ইউরোপের গ্রেটার মেনচেষ্টার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাঁর দেশের বাড়ী হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায়। তাঁর বাবা চুনারুঘাঠ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুকিত চৌধুরী।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com