Latest News

এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৪০তম জাতীয় সম্মেলন সম্পন্ন : মৌলভীবাজার ক্লাবের ৬টি এওয়ার্ড লাভ

প্রেস বিজ্ঞপ্তি : অষ্ট্রেলিয়ার জিলং শহর থেকে যাত্রা শুরু হওয়া আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৪০তম জাতীয় সম্মেলন গত ২২ ও ২৩ জানুয়ারী সিলেটস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত হয়। এপেক্স কা¬বস অব সিলেটের আতিথিয়েতায় এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৫ বর্ষের জাতীয় সভাপতি এপে: এড: সৈয়দ নূরুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত ৪০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কাউন্সিলের মাধ্যমে এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় বোর্ড গঠন করা হয়। এছাড়াও এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন এপে: এড: রেজাউল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে ২০১৬ বর্ষের এপেক্স ক্লাবস অব বাংলাদেশের শতাধিক ক্লাবগুলোর মধ্যে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয় সম্মাননা এওয়ার্ড। তাতে এপেক্স ক্লাবস অব মৌলভীবাজারের ২০১৫ বর্ষের প্রেসিডেন্ট এপে: শাহীন আহমেদ বেষ্ট ফেলোশিপ প্রেসিডেন্ট এওয়ার্ড (টপ সেভেন), ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপে: মিঠুন চক্রবর্তী বেষ্ট সেক্রেটারী (টপ থ্রী), পিপি এপে: এএফএম ফৌজি চৌধুরী স্পেশাল এওয়ার্ড অর্জন করেন। এছাড়াও এপেক্স অব মৌলভীবাজারকে ২০১৫ বর্ষের এন.এস.ডি, এন.টি, এন.ওয়াই.সি.ডি, স্পেশাল এওয়ার্ডে ভূষিত করা হয়। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অন্যান্য আরো যে এপেক্সিয়ানবৃন্দরা অংশগ্রহন করেছেন তারা হলেন ক্লাব লাইফ মেম্বারবৃন্দ এপে: উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্রো, এপে: এনায়েত হোসেন চৌধুরী, ক্লাব পিপি বৃন্দ এপে: তোফায়েল আহমেদ ডালিম, এপে : আব্দুস শহিদ বাবুল, ২০১৬ বর্ষের  ক্লাব প্রেসিডেন্ট এপে: ডা: হেমন্ত চন্দ্র পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: স্বপন কুমার দাস, ক্লাব সেক্রেটারী এন্ড ডি এন ই এপে: শফিউল আলম সৌরভ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিবেক্টর এপে: জাহাঙ্গীর আলম প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com